জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে ‘বাউলের আত্মসামাজিক অবস্থা নিরুপণের জন্য সমীক্ষা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল।
রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে দিনব্যাপী আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল।
সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখক, গবেষক ও কবি অধ্যাপক ড. তারেক রেজা। মতবিনিময় ও কর্মশালায় বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার মোছা. শামিমা সুলতানা।
সভায় আলোচক হিসেবে বাউল শিল্পী সুনীল কর্মকার, সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম আসলাম এবং গণমাধ্যম কর্মী সুমন সাহা আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন