কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষাবর্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রথমদিনের ভর্তি কার্যক্রম চলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। তবে প্রথম পর্যায়ে এগ্রিকালচার অনুষদে ৩২ জন এবং ফিশারিজ অনুষদে ২২ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। বাকি আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ থাকবে। পরবর্তীতে অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ১২ তারিখ হতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এদিকে, নতুন শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের পাঠদান আগামী ২০২৫ সালের জানুয়ারির শেষ সপ্তাহের দিকে শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এমএস