শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি ও নাগরিকদের মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদ, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, সহকারী অধ্যাপক কৃত্তিবাস পাল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবা সুলতানা ও বিভাগের শিক্ষার্থীরা।
সমাজবিজ্ঞান ভবনের সামনে থেকে র্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমবেত হন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা। সমাজকর্ম সমিতির সহ-সভাপতি রওনক জাহান মুনার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বিভাগের শিক্ষকরা।
বিডি প্রতিদিন/হিমেল