মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। সোমবার চবি জিরো পয়েন্ট থেকে শুরু করে কাটা পাহাড় শহীদ মিনার অতিক্রম করে স্বাধীনতা স্মৃতি ম্যুরাল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে বিজয় র্যালি সমাপ্ত করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (হৃদয়)-সহ বিভিন্ন হল, ফ্যাকাল্টি ও বিভাগের নেতৃবৃন্দ অংশ নেন।
চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অনেকে ৭১ এর মূল চেতনাকে খাটো করে দেখছে, যেটা কোনভাবে কাম্য নয়।স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটি মানচিত্র পেয়েছি আর জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। তাই দুটির তাৎপর্য ভিন্ন কোনটি ছোট করে দেখার অবকাশ নেই।
বিডি প্রতিদিন/আরাফাত