ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত বাংলার পাদদেশে এসে শেষ হয়। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগ, শিক্ষক সংগঠন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন আবাসিক হল ও বিভিন্ন বিভাগ মুক্তবাংলায় পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সেখানে এক মিনিট নিরাবতা পালন এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কেএ