শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক লাউঞ্জ ও ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের নীচতলায় কেক কেটে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরয়ারউদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লাইলা আশরাফুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
এসময় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লাইলা আশরাফুন বলেন, ‘বহির্বিশ্বের অনেক দেশেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য লাউঞ্জ ও ক্যাফেটেরিয়া রয়েছে। শিক্ষকরা সারাদিন কর্মব্যস্ততার ফলে ক্লান্তি চলে আসে। তাই আমরা যদি সবাই একসাথে বসে কিছু সময় রিফ্রেশমেন্ট করতে পারি, এটা আমাদের জন্য কর্মক্ষেত্রে শক্তি যোগাবে।’
বিডি প্রতিদিন/হিমেল