বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, পুলিশ সুপার রেজাউল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে প্রেস ক্লাব সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্যবিজ্ঞান, প্রাণিসম্পদ ও প্রাণিচিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন ফেস্টুন নিয়ে নেচে-গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হাওরাঞ্চলের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ৩ টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেশ কিছু গবেষণা প্রকল্প পরিচালনা করছেন।
বিডি প্রতিদিন/এমএস