জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে অনলাইনে আবেদনের সময় ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তরের পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি কোর্সে আবেদনের শেষ সময় দেয়া হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আরও জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি তিনশ' টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ১ জানুয়ারির মধ্যে সরাসরি জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।
এছাড়া অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর। কলেজ থেকে প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ২ জানুয়ারি। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (আবেদনকারী প্রতি ২০০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে যেকোনো সোনালি ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
বিডি প্রতিদিন/এমএস