ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের একাংশের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের পশ্চিম পাশের একটি দেওয়ালে শেখ মুজিবুর রহমানের দেওয়ালচিত্র মুছে ধর্ষণ ও স্বৈরাচারবিরোধী গ্রাফিতি আঁকার ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেছে একদল প্রগতিশীল শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ অবরোধ। অবরোধ চলাকালে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ‘রানিং’ শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবিগুলো গুলো- অতি দ্রুত অমর্ত্য-ঋদ্ধের মামলা প্রত্যাহার করতে হবে, দ্রুত সময়ে সিন্ডিকেট সভা ডেকে তাদের বহিষ্কারাদেশ বাতিল করতে হবে, এবং উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদকে অপসারণ করতে হবে।
একপর্যায়ে ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আগামী ৩০ ডিসেম্বর সিন্ডিকেট সভা ডেকে প্রথম দুটি দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এছাড়া, অন্য দাবিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার নেই বলে সেসময় জানায় উপাচার্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামীম স্রোত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অমর্ত্য-ঋদ্ধের নামে করা অন্যায় মামলা প্রত্যাহারসহ আমরা তিন দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছি। শুধুমাত্র রানিং শিক্ষার্থীদের ছাড়া এসময় কাউকে ডুকতে দেওয়া হয়নি। পরে উপাচার্য দাবিগুলো আগামী ৩০ ডিসেম্বর সিন্ডিকেট সভা ডেকে বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন