সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি ডাবল ডেকার বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই মোটর সাইকেলের চালক মাথায় ও শরীরে গুরুতর জখম হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন (৪৪)। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।
জাবির প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর দেওয়া তথ্য মতে, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বঙ্গবাজার থেকে ওই ডাবল ডেকার বিআরটিসির বাসটি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে রাত পৌনে ১০ টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের মেইন লাইন দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে (উল্টো রাস্তা দিয়ে ঢাকাগামী) একটি মোটরসাইকেল আসতে থাকে। শুরুতে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের পাশ দিয়ে চললেও হঠাৎ করে বাসের মুখোমুখি চলে আসে। সেসময়, তাৎক্ষণিক জাবি বাসের চালক মো. আবু হানিফ বাসটির হার্ড ব্রেক করলেও মোটরসাইকেলটি বাসের সামনের অংশের ধাক্কায় মুচড়ে যায়। এতে বাসে অবস্থানরত চালক ও শিক্ষার্থীদের কোন ক্ষতি না হলেও মোটরসাইকেলটির চালকের মাথা ও শরীরে গুরুতর জখম হয়। একপর্যায়ে বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী ও পথচারী ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টা ৫২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ম্যানেজার সুলতান মাহমুদ জানান, রাত ১১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সোহরাবকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে জাবি বাসের চালক মো. আবু হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাইকটি উল্টো দিক থেকে আসছিল। হঠাৎ করে বাসের মুখোমুখি চলে আসায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি হার্ড ব্রেক ধরার জন্য। কিন্তু তারপরও মোটরসাইকেলটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমার কোন দোষ নেই। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি বাসকে বিভাজকের সঙ্গেও সংঘর্ষে লাগাইনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও প্রাণহানি দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকাহত। আমরা শিগগিরই নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করবো এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকবো।’
বিডি প্রতিদিন/জামশেদ