বন্যা কবলিত কুমিল্লার বুড়িচংয়ে প্রান্তিক কৃষকদের সমন্বিত চাষাবাদ ও কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করেছে রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন বিভাগ।
শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষি অফিসের কক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, বুড়িচং উপজেলার কৃষি অফিসার মোছা. আফরিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।
অনুষ্ঠানে বুড়িচং উপজেলা কৃষি অফিসার মোছা. আফরিনা আক্তার বলেন, আমাদের বুড়িচংয়ে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এখানকার কৃষকদের মধ্যে বেশ ভালো পরিমাণ কৃষি উদ্যোক্তা রয়েছে এবং উদ্যোক্তা হতে আগ্রহী। আশা করছি আমাদের কৃষকেরা নতুন কিছু শিখতে ও জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, বুড়িচংয়ের কৃষকেরা অগ্রগামী কৃষক, বছরে দুইটি থেকে তিনটি এমনকি চারটি ফসল চাষ করে থাকেন। বর্তমান সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যা দেখা দিচ্ছে, নানা ধরনের নতুন রোগের আবির্ভাব হচ্ছে। বুড়িচংয়েও ২৫-৩০ বছরের মধ্যে এবার আকস্মিক বন্যা হয়েছে। কোন রোগ কি কারণে হচ্ছে জেনে বুঝে কীটনাশক দিতে হবে। বন্যা পরবর্তীতে কৃষির সার্বিক বিষয়ে আপনাদের আরও জানাতেই আমাদের এই আয়োজন।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, সমন্বিত কৃষি বলতে একইসঙ্গে একের অধিক ফসল চাষাবাদ বোঝায়। একসঙ্গে একের অধিক ফসল চাষ, অধিক ফসল উৎপাদন এবং তা বাজারে বিক্রি করে অধিক লাভ অর্জন করার জন্যেই আজকের এই কর্মশালা।
আপনারা কৃষি সম্পর্কে অনেক জানেন, বুঝেন তবুও বন্যার পরে আপনাদের যে ক্ষতি হয়েছে তা কিভাবে পুষিয়ে নিবেন সেইদিক লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। আপনারা কৃষকরাই কৃষির প্রাণ। আপনারা শিখে কাজে লাগালেই অধিক ফসল উৎপাদন হবে, আপনারা লাভবান হবেন, আমরা কম দামে ফলন পাবো এবং সর্বোপরি দেশ এগিয়ে যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত