সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।
শনিবার ‘কিন স্কুল’-এর ১০৪ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র ও ভ্যাসলিন বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, কিনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান ও অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী।
শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত কামনা করে প্রক্টর বলেন, কিন স্কুলের শিশুদের মাঝে যে উচ্ছ্বাস ও আগ্রহ দেখি তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি চাই কিন স্কুল আরো দূর এগিয়ে যাক এবং শিক্ষার্থীরা একদিন বড় হয়ে আলোকিত সমাজ গড়ার কারিগর হয়ে উঠুক।’
এ বিষয়ে কিনের সাধারণ সম্পাদক ইরাম বলেন, কিন স্কুলের প্রতিটি শিশু আমাদের পরিবারের মতো। তাদের সামান্য হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই দায়বদ্ধতারই এক ক্ষুদ্র প্রকাশ। আমরা সবাই মিলে একদিন এই শিশুদের জন্য আরও বড় কিছু করতে চাই।’
বিডি প্রতিদিন/এএম