বোরকা পরে সনদ তুলতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বহিষ্কৃত এক নারী কর্মী আটক হয়েছেন। (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ-সময় সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃত এ নারী কর্মীর নাম আফিয়া আনঞ্জুম সুপ্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে তাঁকে দেখতে পেয়ে এগিয়ে যান। এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করলে প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
শিক্ষার্থীরা আরও জানান, আফিয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া পাশাপাশি ফেসবুকে আন্দোলনকারীদের হুমকি-ধামকিও দেন তিনি।
এ বিষয়ে আটককৃত ছাত্রলীগ কর্মী আফিয়া বলেন, আমাকে ২০২৩ সালের আগস্টে অভ্যন্তরীণ প্রতিহিংসার কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে এখন জড়িত না। আমি ৭১-কে ধারণ করি, এটাই আমার রাজনীতি।
তিনি আরও বলেন, আমি সনদ উঠাতে আসলে আমাকে কয়েকজন ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। এখানে কোনো শিক্ষক না পেয়ে আমি চলে যেতে চাই। তখন গেট থেকে আমাকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২৩ সালে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেয়ায় তাকে শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন