হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের সভাপতিত্বে সভার পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।
সভায় হবিগঞ্জ সদর উপজেলায় পাঁচটি ও বানিয়াচং উপজেলায় একটি সম্ভাব্য স্থানের নাম প্রস্তাব করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, বাপা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, সাংবাদিক এড. মনসুর উদ্দিন, আহমদ ইকবাল, রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক সেলিম, জেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমদ, অবসরপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা আব্দুল মোছাববির প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে হবিগঞ্জ শহরতলীর ভাদৈ নামক স্থানে একটি বাড়িতে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের।
বিডি প্রতিদিন/মুসা