সাউথইস্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুলের উদ্যোগে ‘Navigating Career Paths in Public Finance: Exploring Opportunities in VAT, Excise and Customs Duty’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ ইমতিয়াজ হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আব্দুর রউফ। তিনি কর ও কাস্টমস খাতে কর্মসংস্থানের সম্ভাবনা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহেতাব।
বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।