সাউথইস্ট ইউনিভার্সিটি সামার সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করতে আয়োজন করে দুইদিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ আয়োজনে চারটি পৃথক সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের প্রথমদিন প্রথম সেশনে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানান ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড-এর প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর মাহমুদ। একই দিনে দ্বিতীয় সেশনে আর্কিটেকচার, EEE ও টেক্সটাইল বিভাগের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন IEB-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহিউদ্দিন আহমেদ (সেলিম)।
পরদিন অনুষ্ঠানের দ্বিতীয়দিন তৃতীয় সেশনে স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (SASS)-এর ইংরেজি, বাংলা ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও SANEM চেয়ারম্যান বাজিউল হক খোন্দকার। একই দিনে চতুর্থ ও শেষ সেশনে সাউথইস্ট বিজনেস স্কুল (SBS)-এর BBA ও MBA শিক্ষার্থীদের জন্য আয়োজন করা ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের CFO মো. মাহবুবুর রহমান, এফসিএ।
সবগুলো সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) বক্তব্য রাখেন। বিভিন্ন সেশনে সংশ্লিষ্ট স্কুলের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল নতুন শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করে তুলে এক প্রাণবন্ত বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা করা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ