চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য ‘ফ্রেশার রিসিপশন অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেয়। শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব ও শিক্ষা সম্পাদক মোনায়েম শরিফের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের চবি শাখা সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক আশিকুর রহমান ও ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের আহ্বান জানান। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নানা ত্রুটি, ক্যান্টিনের মানহীন খাবার ও শিক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়েও সমালোচনা করেন।
বিডি প্রতিদিন/এমআই