সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। আজ বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে লুবনার স্বামী হেলাল মিয়া পলাতক রয়েছেন।
বিশ্বনাথ থানার ইন্সপেক্টর (তদন্ত) দুলাল আকন্দ খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লুবনার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার