সিলেটে আদালত চত্বরে দুই সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে হামলায় আহত যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন- জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের ফয়েজ আহমদ বাবর ও নজরুল, আদর্শ গ্রামের শামীম আহমদ, হরিপুরের জুয়েল আরমান ও খারু বিলের হোসেইন আহমদ। মামলায় অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে।
নগরীর কাতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সকল আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।
প্রসঙ্গত, পাথর কোয়ারিতে শ্রমিক হত্যা মামলায় জামিন নিতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ৩১ জন গত বৃহস্পতিবার সিলেটে আদালতে আসেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তাদেরকে কোর্ট হাজতে নিয়ে যাওয়ার সময় আলোকচিত্র ধারণকালে লিয়াকত বাহিনীর সদস্যরা দৈনিক যুগান্তরের আলোকচিত্রি মামুন হাসান ও যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর হামলা চালায়। এতে তারা আহত হন। তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। আহত অবস্থায় তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন