সিলেটে চুরির মামলার এক আসামিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ ওঠেছে। আহত আক্কল আলী (৩৭) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলি গ্রামের মৃত রওয়াব আলীর ছেলে। ইউনিয়নের মোকামেরতল এলাকায় রবিবার সকালে তাকে কোপানো হয়।
আক্কল আলীর ভাই আকমল আলী জানান, স্থানীয় আমির আলীসহ কয়েকজনের সাথে জমি নিয়ে বিরোধ চলছে তাদের। এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ভাই আক্কল আলীকে চুরির মামলায় আসামি করে। কয়েকদিন আক্কল আলী জামিনে কারামুক্ত হন। রবিবার তিনি আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে রাস্তায় ফেলে কুপায় প্রতিপক্ষের মিনহাজ, রেবুল, ময়না, তেরাব আলীসহ কয়েকজন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, হামলার বিষয়টি শুনেছি। আহত পক্ষে কেউ অভিযোগ দিলে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব