সিলেটের বিশ্বনাথে লুবনার হত্যাকারী স্বামী হেলাল মিয়াকে ছয় দিনেও গ্রেফতার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক হেলাল।
তাই কী কারণে লুবনার গলায় ধারালো অস্ত্র চালিয়েছে হেলাল- তা এখনও জানা যায়নি। ঘটনার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, পুলিশের চেষ্টা অব্যাহত আছে। হেলালকে গ্রেফতার করলেই খুনের রহস্য জানা যাবে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বিকেলে স্ত্রী লুবনা বেগমকে গলা কেটে খুন করেন তার স্বামী হেলাল মিয়া। লুবনা উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে। প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দু'সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা