সিলেটের জকিগঞ্জে জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটগ্রাম স্টেশনের ব্যবসায়ী সুলতান আহমদ রবিবার রাতে নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় জিডি করা হয়েছে।
সুলতানের বড় ভাই নাজিম আহমদ জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে 'ভাই আমাকে বাঁচাও' বলে মোবাইলে একটি ক্ষুদে ম্যাসেজ আসে। এরপর থেকে সুলতানের মোবাইল বন্ধ পাওয়া যায়।
সোমবার সকালে আবার মোবাইল কলে সুলতান তার বড় ভাইকে জানায়, 'আমি কোথায় আছি জানি না, তবে মুখোশধারীরা আমাকে গাড়িতে করে তুলে নিয়ে গেছে। ' এ কথা বলার পর তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে। নিখোঁজ জাসাস নেতার ভাই নাজিম উদ্দিন তার ভাইকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক জানান, সুলতান নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ফারজানা