সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) এবং সিলেটের প্রথম মুসলমান গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী।
তিন ওলীর মাজার জিয়ারত শেষে বেলা ১টায় সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা। সেখানে মধ্যাহ্নভোজ এবং বিশ্রাম শেষে সিলেট ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে শেখ হাসিনা উপস্থিত হবেন বেলা ৩টায়।
সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এ বছরের প্রথম জসনভায় নৌকার মঞ্চে বসে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ সভার মঞ্চ তৈরি করা হয়েছে নৌকার আদলে। এই মঞ্চে বক্তব্যের মাধ্যমে সিলেট থেকে আগামী সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।
নৌকার আদলে সভা মঞ্চ তৈরীর ব্যাপারে সংশ্লিষ্টরা বলেন- ‘নৌকা’ আওয়ামী লীগের প্রতীক, উন্নয়নের প্রতীক। সিলেটে এই সভার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আগামী সিটি ও সংসদ নির্বাচনের জন্য মাঠে নামবেন। তাই, নৌকার আদলে এ মঞ্চ তৈরি করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান