‘ইস, হাসিনা যুদি অলা মাসো একবার সিলট আইতা, তে বড় বালা অইলো অনে’। চা’র কাপে চুমুক দিতে দিতে বলছিলেন ২৫/২৬ বছরের এক যুবক। তাকে ঘিরে ছিলেন আরও কয়েকজন।
মঙ্গলবার দুুপুরে সিলেট নগরীর একটি সস্তা চা এর দোকানে বসে চলছিল তাদের জমাট আড্ডা। কথোপকথন শুনতে কান খাড়া রাখতেই হলো।
দ্বিতীয় জনের জবাব, ‘দুর, বিয়াল তাকি ইতা আবার যেলার অলা অইজিবো’ ‘না রেবা, ময়লা আবর্জনা জমতে অন্তত আরও ১ মাস লাগবো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান রাস্তাগুলোকে পরিস্কার করেছে সিলেট সিটি কর্পোরেশন। যুবকদের কথা-বার্তা সেই ব্যাপারটি ইঙ্গিত করেই। তাদের মতে, প্রায় সারা বছর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নোংরা আবর্জনা জমে থাকে। যদিও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করেন।
কিন্তু তা খুব একটা কার্যকর হয়না। পরিচ্ছন্ন সিলেট গড়ে তুলতে যেনো তাদের কোন উদ্যোগই শতভাগ সফল হচ্ছেনা।
তবে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাস্তাঘাটের অবস্থা বেশ ভালো। অন্তত জিন্দবাজার, বন্দরবাজার, সার্কিট হাউস, আম্বরখানা, গাজী বুরহান উদ্দিনের মাজারে যাওয়ার রাস্তা ও মাজার এলাকা, শাহজালাল-শাহপরাণ (র.) এর মাজার এলাকাকে যথেষ্ট পরিস্কার করা হয়েছে বলে সরজমিনে দেখা গেছে।
যুবকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী মাসে একবার সফরে এলে হয়ত সারা বছরই এমন পরিচ্ছন্ন একটি সিলেটে বাস করার সুযোগ পেতেন তারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন