দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে পুলিশ ও আওয়ামী লীগের সাথে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি-ছাত্রদলের প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি গৌসুল হোসেন।
তিনি জানান, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার রায়ের পর বিএনপি নেতাকর্মীরা সিলেটের আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা।
প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব