বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা এম এ হক, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক প্রমুখ।
এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে 'অহিংস পদযাত্রা' কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।
শনিবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, মওদুদুল হক মওদুদ, বিএনপি নেতা সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মতিউল বারী খুর্শেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত