বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, এটি এম হাসান জেবুল, সম্পাদকমন্ডলীর সদস্য আজাদুর রহমান আজাদ, জুবের খান, বিধান কুমার সাহা প্রমুখ।
হৃদরোগে আক্রান্ত হয়ে বদর উদ্দিন আহমদ কামরান গত সোমবার ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। এনজিওগ্রামের পর তার হার্টের রক্তনালীতে ব্লক ধরা পড়লে ৩টি রিং বসানো হয়।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম