সিলেট জেলার বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অব্যাহত রয়েছে। সর্বশেষ আলোচিত বিএনপি নেতা হিসেবে আওয়ামী লীগের যোগ দিলেন দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন। তিনি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে গণসংবর্ধনা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
শুক্রবার বিকেলে এ উপলক্ষে বরইকান্দির হাবিব কমপ্লেক্সে গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাবিব হোসেনের অনুসারী সহস্রাধিক লোকজন অংশ নেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানের এক পর্যায়ে হাবিব হোসেন এমপি কয়েসের হাতে ফুল দিয়ে তৈরি নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এসময় সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব