হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেছে সাব্বির আহমেদ (১৮) নামে এক যুবকের। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
নিহত সাব্বির উপজেলার গোয়ারুয়া গ্রাামের মুখলেছ মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারের মুদি দোকানের কর্মচারী।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী জানান, সোমবার বিকেলে সাব্বির আহমেদ উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে মোটরসাইকেল চালানো শিখতে যান। এ সময় তিনি মোটরসাইকেলসহ উল্টে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম