‘সচেতনতার অভাব ও নিয়মিত চেকআপ না করায় বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রায় ২ লাখ ৭৭ হাজার ৯৪২ জন মানুষ। পরিকল্পিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি পারে হৃদরোগে ক্রমবর্ধমান এই মৃত্যুহার কমাতে।’ শনিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে এক গোল টেবিল আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন।
এসময় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ মানবদেহে নিরব ঘাতক হিসেবে কাজ করে। অনিয়ন্ত্রিত রক্তচাপ অধিকাংশ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই রক্তচাপ পরীক্ষা করে দেখেন না। কিন্তু এই নিরব ঘাতক থেকে রক্ষা পেতে হলে ১৮ বছর বয়স থেকে সবার উচিত নিয়মিত রক্তচাপ মাপা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. পুচঁনু, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক, কার্ডিওলজিস্ট ডা. ফজিলা-তুন-নেসা মালিক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল রিজভী, এনসিডিসি ডিজিএইচএস'র প্রোগ্রাম ম্যানেজার ডা. রায়হান ই জান্নাত ও সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর।
উল্লেখ্য যে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সমন্বয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সেবা নিশ্চিত কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচীর আওতায় এলাকার প্রাপ্ত বয়স্ক সকল নাগরিকের জন্য রক্তচাপ মাপা, উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসাসেবা প্রদান, কাউন্সিলিং ও সচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর