প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। শনিবার নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খানের সভাপতিত্বে ও সাবেক ক্রীড়া সম্পাদক রাফিকুল ইসলাম রাফির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোস্তাক আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক এনামুর রহমান জাহেদ, সহ-সম্পাদক দেওয়ান শাকিল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান, মনির পাল, শাফায়ত ইসলাম পুলক, সাইদুল ইসলাম শান্ত, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ শাকিল, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুর রহমান অপু, সদর উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর