সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে সিলেট মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পাশাপাশি আবদুল আলীম তুষারকে বহিষ্কার করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর