সিলেটের বিশ্বনাথে বিরল রোগে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণায় দিন পার করছেন বেদানা বেগম (২৫) নামের এক তরুণী। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের সত্তরোর্ধ্ব দিনমজুর জমির আলীর মেয়ে। অর্থাভাবে তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার।
পারিবারিক সূত্র জানায়, ছোটবেলায় বাম হাতে একটি কালচে জট ছিল বেদানার। প্রায় মাস ছ’য়েক পূর্বে সেটি বড় আকার ধারণ করে। তারপর ফুলে গিয়ে তৈরী হয় বিশাল মাংসপিন্ড। এ থেকে এখন মাঝেমধ্যে রক্তক্ষরণ হয়। সাথে আছে অসহ্য যন্ত্রণাও।
তার পিতা জমির আলী জানান, ‘অভাবের সংসারের কারণে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো বেদানা। বাম হাতের এই অবস্থার কারণে সে এখন আর কাজ করতে পারেনা। একই কারণে তাকে বিয়ে দেয়াও সম্ভব হচ্ছে না।
জমির আলী আরও জানান, বেদানাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে তারা জানিয়েছেন, তার চিকিৎসার জন্যে ৫/৬ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা আমি কোথায় পাব?’
অসহায় পিতা জমির আলী বিরল রোগে আক্রান্ত মেয়ে বেদানার চিকিৎসায় সহায়তার জন্যে বিত্তবানদের সহযোগিতা চেয়ে জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা ব্যহত হবে না।’
কথা হলে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল জানান, যে কারো উচিত সাধ্যানুযায়ী বেদানার পাশে দাড়ানোর। যারা তাকে আর্থিক সহায়তা করতে চান তারা আমার পূবালী ব্যাংক, বিশ্বনাথ শাখার সেভিং একাউন্ট নাম্বার ১০৪০১০১০৭৫২১০ অথবা ০১৬১১০৪২৮২৮ এই রকেট নাম্বারে সেটা প্রদান করতে পারেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর