পিচঢালা সড়কে বর্ণমালার মিছিল। মিছিলে অংশ নেওয়া সবার হাতে শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। শতকণ্ঠে উচ্চারিত হচ্ছে দেশের গান, ভাষার গান। সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি এগিয়ে যায় শহীদ মিনারের দিকে। বর্ণমালার মিছিল দিয়ে প্রতিবছরের মতো এবারও সিলেটে বরণ করা হলো ভাষার মাস ফেব্রুয়ারি।
শুক্রবার সকালে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে ভাষার মাস বরণে এ আয়োজন করা হয়। মিছিলে বাংলা বর্ণমালার পাশাপাশি ভাষা দিবসের তাৎপর্য সম্বলিত স্লোগানখচিত প্লেকার্ড প্রদর্শন করা হয়।
বর্ণমালার মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ছন্দনৃত্যালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। ভাষাবরণের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্ম্মন রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বানী অর্জুন, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল