সংসদে যেতে পারেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। এ বিষয়ে গণফোরামের সিদ্ধান্তেই পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
আসনটির বিএনপি ঘরানার অনেকে বলেন, বিপুল ভোটে বিজয়ী মোকাব্বির খানের শপথ নিয়ে সংসদে যাওয়া উচিত। অনেক ভোটারের সাথে কথা হলে তারা জনরায়ের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত মোকাব্বির খান শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মোকাব্বির খান সংসদে যাবার সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে টেলিফোনে ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, জনগণ আমার পক্ষে রায় দিয়েছেন সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলার জন্যে। এখন যদি সেটা না হয়, তাহলে এ আসনের বিশাল জনগোষ্ঠির কাছে কি জবাব দেয়ার আছে? জনগণের কাছে আমি দায়বদ্ধ। ঐক্যফ্রন্টের নয়, গণফোরামের সিদ্ধান্তেই পরবর্তী করণীয় ঠিক করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা