Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:১৫
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২২

সিলেটে নিখোঁজ শিশুর গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নিখোঁজ শিশুর গলা কাটা লাশ উদ্ধার
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিখোঁজের ৬ ঘণ্টা পর দেলোয়ার আহমেদ সাহেল (৬) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকোনা গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহত দেলোয়ার আহমেদ সাহেল ওই গ্রামের সোয়াব আলীর ছেলে। সাহেল স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদালয়ের শিশু শ্রেণির ছাত্র। 

পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল সাহেল। পরে বেলা ১টার দিকে নিখোঁজ হয় সাহেল। সন্ধ্যার দিকে বাড়ির পাশে কবরস্থানের কাছে সাহেলের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বুধবার সন্ধ্যাপর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য