সুনামগঞ্জের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন সিলেটের স্মারক সূত্রে এ তথ্য জানা যায়।
সদর উপজেলার কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোবারক হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে অত্র বিদ্যালয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ করেছে দুদক। উক্ত বিষয়ে এক মাসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে বাদ দিয়ে মোবারক হোসেনকে সুনামগঞ্জের সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। এর ঠিক একদিন পরে আবার খায়রুল হুদা চপলের প্রার্থিতা বহাল রাখে আওয়ামী লীগ।
বিডি প্রতিদিন/ফারজানা