সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পূর্বে সিলেটে হযরত শাহজালাল (র.), হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সেই সাথে তিনি মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, সাবেক স্পিকার মরহুম হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী এবং পিতা-মাতার কবর জিয়ারত করেন। তারপর তিনি শাশুড়ির দোয়া নেন।
পরে রাজধানী ঢাকার চকবাজারের মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং হতাহতদের জন্য বিশেষ মোনাজাত করেছেন সুলতান মনসুর।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মাজার জিয়ারতকালে সর্বস্তরের মানুষ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সাথে স্বতঃস্ফূর্তভাবে করমর্দন করেন এবং উপস্থিত অনেকের সাথে তিনিও কুশল বিনিময় করেন। এ সময় সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৃহত্তর সিলেটবাসীসহ সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, স্বাধীনতার মাস মার্চের ১৫ তারিখের মধ্যে শপথ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং মোকাব্বির খান।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব