সিলেট নগরীর খরাদিপাড়ায় ছিনতাই করতে গিয়ে কটন মিলের শ্রমিক মিসবাউল হককে খুন করে রমজান মিয়া নামের এক ছিনতাইকারী। পুলিশের হাতে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে রমজান নিজেই। আজ রবিবার রমজানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার হওয়া রমজান কিশোরগঞ্জ জেলার নিকলি থানার কারপাশা গ্রামের উসমান মিয়ার ছেলে। সে সিলেট নগরীর খরাদিপাড়ায় একটি কলোনিতে ভাড়া থাকতো।
শাহপরাণ থানার ওসি আকতার হোসেন জানান, গত শনিবার দুপুরে অভিযান চালিয়ে খরাদিপাড়া থেকে রমজানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যকান্ডের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
রমজানের স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি আকতার জানান, ‘রমজান প্রায়ই দেখতো রাতে কাজ শেষে কটন মিল থেকে টাকা নিয়ে মালিকের বাসায় যেত মিসবাউল। ওই টাকার লোভে ২০ ফেব্রুয়ারি গলায় ও বুকে ছুরিকাঘাত করে মিসবাউলকে হত্যা করে সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় রমজান।’
বিডি প্রতিদিন/এ মজুমদার