সিলেটে অপহরণের সাড়ে ৬ ঘণ্টার মধ্যে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। রবিবার আটককৃতদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
আটককৃতরা হলো- মদিনা মার্কেট এলাকার ফেরদৌস মিয়ার কলোনির বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২২), পাঠানটুলা লোকমান মাস্টারের বাসার জালাল মিয়ার ছেলে মনির হোসেন ফিরোজ (২৬), পাঠানটুলা রাগীব আলী রোডের নূর আলীর ছেলে মাসুক মিয়া (২০) ও আল আমিন আবাসিক এলাকার মো. আলী নূর মিয়ার ছেলে আবদুর রহমান (২২)।
সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, গত বুধবার বেলা ১টার দিকে নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে জালালাবাদ আবাসিক এলাকার এক গৃহবধূকে অপহৃত হন। অপহরণকারীরা তার কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইলফোন সেট ও নগদ টাকা লুট করে তাকে একটি বাসায় আটকে রেখে আত্মীয় স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ মদিনা মার্কেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত গৃহবধূ ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে। এসময় অপহরণের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার