সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ৩৫ জন আহত হয়।
এদিকে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে একই সড়কের গোলাপগঞ্জ উপজেলা সদরের কাছে অটোরিকশা ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক সুমন আহমদ ঘটনাস্থলেই নিহত হন। সুমন গোলাপগঞ্জ উপজেলার বাঘা এখলাছ নগরের আমির উদ্দিনের ছেলে।
বিডি প্রতিদিন/ফারজানা