সিলেটে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। শাহেদ আহমদ নামের ওই ছাত্রলীগ কর্মী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। গত রবিবার রাতে নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
আজ সোমবার এ ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত শাহেদ আহমদ নগরীর চৌকিদেখি এলাকার মৃত আবদুল খালিকের ছেলে।
জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে দর্শন দেউড়ি এলাকায় পূর্ববিরোধের জের ধরে ছাত্রলীগের কয়েকজন কর্মী সংঘর্ষে জড়ায়। এসময় ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় শাহেদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আহতদের মধ্যে ওসামা ও লিমন নামের দুইজন হাসপাতাল থেকে রবিবার রাতেই পালিয়ে যায়। এছাড়া হাসপাতালে চিকিৎসা নেন মামুন ও রাহী নামের ছাত্রলীগের দুই কর্মী।
এদিকে, সোমবার এ হত্যাকান্ডের ঘটনায় ছাত্রলীগের দুইকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলো- নগরীর দর্শনদেউড়ি এলাকার খছরু আহমদের ছেলে কাওসার আহমদ রাহি (১৫) ও হাউজিং এস্টেটের তজব আলীর ছেলে মারুফ আহমদ (২০)।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা