নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিশ্বনাথে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিশ্বনাথের লামাকাজি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার মোল্লারগাঁও এলাকার মৃত শেখ মিছির আলীর ছেলে হাছন আলী (৩১) ও একই থানার লালারগাঁও চৌধুরীগ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে মুহিবুর রহমান মুহিব।
এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিশ্বনাথের ইসলামগাঁওয়ে একটি বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় পুলিশ গত ১৮ ফেব্রুয়ারি আমির নামের এক ডাকাতকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ডাকাত হাছন আলী ও মুহিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম