সিলেটে ছাত্রলীগকর্মী স্কুলছাত্র শাহেদ আহমদ হত্যা মামলার এজহারনামীয় ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার নগরীর বনকলাপাড়া, হাউজিং এস্টেট, বালুচর ও চৌকিদেখি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে চার জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মারুফ আহমেদ (১৯), লিছান আহমদ (১৯), নাঈম আহমদ তানভীর (১৯), মিজানুর রহমান সুমন (১৮), ইমরান খান (১৯), আবু নওশর দূর্জয় (১৯) ও রাফাত আহমদ (১৮)। এর মধ্যে মারুফ, রাফাত, সুমন ও তানভীর সিলেট মেট্রোপলিটন প্রথম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।
তিনি জানান, গত রবিবার স্কুলছাত্র শাহেদ আহমদ খুন হয়। এ ঘটনায় তার ভাই মো. জাহেদ সাইফুল্লাহ বাদি হয়ে থানায় ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন