সিলেটে গত কয়েক মাস ধরে বেড়ে গেছে ছিনতাই। ছিনতাইরোধে হার্ডলাইনে মাঠে নেমেছে পুলিশও। গত দুইমাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩৮ ছিনতাইকারীকে গ্রেফতারও করেছে। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মাঝে। ছিনতাইর বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তারা।
গত কয়েক মাস ধরে সিলেটে অজ্ঞাত কারণে বেড়ে যায় ছিনতাই। রাতে রিকশারোহী ও পথচারীরা প্রায়ই ছিনতাইর শিকার হচ্ছিলেন। তবে সবচেয়ে বেশি ছিনতাইর ঘটনা ঘটছিল সকালে। ছিনতাইয়ের শিকার হচ্ছিলেন নারী চাকুরিজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নারী অভিভাবকরা। এ অবস্থায় ছিনতাইরোধে বিশেষ অভিযানে নামে মহানগর পুলিশ।
ছিনতাইরোধে নগরীর ২৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে আইনশৃঙ্খলা সমাবেশও করে পুলিশ। গত দুইমাস ধরে চলমান অভিযানে ছিনতাইকারী চক্রের একাধিক হোতাসহ ৩৮ জনকে আটক করে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ছিনতাইরোধে মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোন অবস্থাতেই কোন ছিনতাইকারীকে ছাড় দেয়া হবে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর