সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি 'বোমা মেশিন' জব্দ করে ধ্বংস করেছে টাস্কফোর্স।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার কালাইরাগ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জির নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে পালিয়ে যায় বোমা মেশিনের মালিক ও শ্রমিকরা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি জানান, ‘এসব মেশিন দিয়ে অবৈধভাবে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন করা হচ্ছিল। পরিবেশ রক্ষায় এরকম অভিযান চলমান থাকবে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর