আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো-প্রতিপাদ্যে সামনে রেখে বুধবার সকালে উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালকদার, এফআইভিডিবি’র প্রোডাক্ট এসোসিয়েট পারভেজ আহমেদ, ইউনিয়ন মবিলাইজার সুমন ইসলাম, তন্ময় নাথ তনু, বিশ্বনাথ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক শিউলি আক্তার, সায়মা আক্তার, সাংবাদিক নবীন সুহেলসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন