সিলেটের বিশ্বনাথে ১৬ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে ফখরুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে। ফখরুল একটি ছিনতাই মামলারও (বিশ্বনাথ জিআর মামলা নং ১৯২/১৮ইং) আসামী। বুধবার ভোররাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র জানায়, গত ৪মার্চ সোমবার সকালে দিনমজুর বাবা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেলে অই সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পাশের বাড়ির ফখরুল।
ধর্ষিতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকে স্থানীয় ইউপি সদস্য জামাল আহমদ, সাবেক ইউপি সদস্য রমজান আলী, আয়াজ আলী, তাজুল ইসলাম রাজুসহ এলাকার মাতব্বররা বিষয়টি সালিশের নামে দেড় লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। তবে, গোপনে সংবাদ পেয়ে প্রতিবন্ধী কিশোরীকে তার বাড়ি থেকে থানায় নিয়ে আসে পুলিশ। তাকে উদ্ধার ও অভিযুক্ত ফখরুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
বিডি প্রতিদিন/এ মজুমদার