সিলেট নগরীর কাজলশাহ এলাকাস্থ যুগলটিলা কাটার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন মন্দির কর্তৃপক্ষকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম, জুনিয়র কেমিস্ট সানোয়ার হোসেনসহ নগরীর কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিলেটের সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম জানান, কাজলশাহে থাকা ইসকন মন্দির কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই যুগলটিলা কাটছিল। তারা টিলা কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করতে চেয়েছিল। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে টিলা কাটা বন্ধ করে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন