সিলেটের গোয়াইনাঘাট উপজেলার ধোপাগুল এলাকায় ট্রাকের চাপায় মো. বাহার উদ্দিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ধোপাগুল বড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহার উদ্দিন উপজেলার সালুটিকরের আঙ্গরজুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, মালাবাহী একটি ট্রাক সালুটিকর থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ধোপাগুল বড় ব্রিজের কাছে মোটরসাইকেলে থাকা বাহারকে চাপা দেয় ট্রাকটি। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক আহমদ।
বিডি-প্রিতিদিন/সালাহ উদ্দীন